শিক্ষার্থীরাও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে মহা ব্যস্ততায় দিন কাটাচ্ছে। সরকারি হিসাবমতে, এসএসসি পর্যন্ত প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এইচএসসি পর্যায়েও এ সংখ্যা বেশি ছাড়া কম হবে বলে মনে হয় না। সরকারের পক্ষ থেকে এ রকম দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সঙ্গে সম্পৃক্ত করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।