নওগাঁ পৌরসভায় স্যানিটারি ল্যান্ডফিল (স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য পরিশোধনের স্থান) ও ছয়টি স্থানে গণশৌচাগার নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ১২ এপ্রিল কার্যাদেশ পায়। কিন্তু কাজ শুরুর আগেই প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সাইট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।