মুক্তিবাহিনীর একটি দল এদিন কুমিল্লার উত্তরে জামবাড়িতে পাকিস্তানি সেনাদের একটি দলকে মর্টারের সাহায্যে আক্রমণ করে। আকস্মিক এই আক্রমণে পাকিস্তানি সেনারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। মুক্তিযোদ্ধারা পলায়নপর পাকিস্তানি সেনাদের ওপর মর্টারের গোলা ও গুলিবর্ষণ করলে কয়েকজন হতাহত হয়। বাকিরা পালিয়ে যায়। মুক্তিবাহিনীর আরেকটি দল কুমিল্লার সিঅ্যান্ডবি
সড়কে পাকিস্তান সেনাবাহিনীর একটি ডজ গাড়ি অ্যামবুশ করে। এই অ্যামবুশে গাড়িটি ক্ষতিগ্রস্ত এবং একজন হাবিলদারসহ চার পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয়।