বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে, বিশ্বজুড়ে দেখা দিচ্ছে চরম আবহাওয়া। তীব্র দাবদাহ, বন্যা আর মৃত্যুই এখন প্রধান খবর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার যুদ্ধে কি পৃথিবী হেরে যাচ্ছে? এর তাৎপর্যকে কি অস্বীকার করা হচ্ছে, এই নিষ্ক্রিয়তাই–বা কেন? মুক্তির উপায় কী? এসব প্রশ্ন নিয়ে বিশ্বখ্যাত চিন্তক নোয়াম চমস্কির মুখোমুখি হয়েছিল মার্কিন গণমাধ্যম ট্রুথ আউট।