একই সময় চলছিল সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব পড়ে আফগানিস্তানেও। দেশটিতে সোভিয়েতের বিরুদ্ধে লড়তে তৎকালীন মুজাহিদিন যোদ্ধাদের অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করে ছায়াযুদ্ধ চালায় যুক্তরাষ্ট্র এবং মিত্ররা। মুজাহিদিনদের নানা রসদ জোগায় মার্কিন মিত্র পাকিস্তানও। নিজ স্বার্থ উদ্ধারের কাজে সে সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের কাছে মূল্যবান অস্ত্র হয়ে ওঠেন জালালুদ্দিন হাক্কানি।