সংগৃহীত ছবি
ভারতে করোনা রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। দিল্লি সরকারকে তিরস্কার সুরে বললেন ভারতের সুপ্রিমকোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ আদালত।
শুক্রবার ভারতের সুপ্রিমকোর্ট জানিয়েছেন, কভিড- ১৯ রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাদের সামান্যতম সাহায্য করার জন্যে নেই। দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সে বিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিমকোর্ট। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করছেন, দিল্লিতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী জুলাইয়ের মধ্যে সেখানে করোনা রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখে পৌঁছাবে। তবে এই মহামারি মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তার সরকার, এমন দাবিও করেন দিল্লি মুখ্যমন্ত্রী। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আরাফাত