সরকারের পর দেশে সবচেয়ে বেশি মানুষকে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেয় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আওতাধীন প্রতিষ্ঠানগুলো। স্বাধীনতার অনেক আগেই এই সমিতি তৈরি হয়েছিল। স্বাধীনতার পর সমিতির কাজের ক্ষেত্র অনেক বেড়েছে, গড়ে উঠেছে বিস্তৃত একটি নেটওয়ার্ক। দেশের ডায়াবেটিস রোগীদের বড় ভরসার জায়গা হয়ে উঠেছে এই সমিতি।