লুতুসপুতুসের নখ কাটার দায়িত্ব পাই বউয়ের মিশন ইমপসিবল টু ফেইলরের মধ্য দিয়ে। বউ সেবার লুতুসপুতুসের নখ কাটতে গিয়ে বুড়ো আঙুলের মাথায় খানিক কেটে ছোট্ট এক ফোঁটা রক্ত বের করে ফেলছিল। এ শোকে মা-মেয়ের টানা আধা ঘণ্টা কান্নাকাটি অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *