আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ধাপে ধাপে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু না করা হলে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। কর্মসূচি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী ক্লাস নেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের হলে ফেরার সুযোগ করে দেওয়ার দাবিও জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠন।