আমার জীবনে মাত্র সাতটি বসন্ত পাড়ি দিয়েছিলাম স্বপ্নের মতো। আব্বু, আম্মু আর আমি, এই তিনজন মিলে সারাক্ষণ হাসি আনন্দে বিভোর থাকতাম। আব্বু আর আমি তো সব সময় আম্মুর সঙ্গে মজা করতাম, খ্যাপাতাম। আম্মুর খেপে যাওয়ার স্বভাব ছিল, যা আমরা দুজন বেশ জমিয়ে উপভোগ করতাম।