নেত্রকোনার দুর্গাপুরের মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল (এমকেসিএম) পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল ছিলেন সংবেদনশীল সরল মনের মানুষ। প্রশাসনিক কাজের দক্ষতা তাঁর যেমন ছিল, তেমনি ছাত্রদের খুব আপন করেও নিতে পারতেন। সে জন্য ছাত্রদের কাছে খুব প্রিয় ছিলেন ‘আওয়াল স্যার’।