একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে শুধু এর শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিলেই চলে। ইতিহাসের পাতা ওলটালে আমরা দেখব, একটি জাতিকে ধূলিসাৎ করতে শিক্ষার ওপরই আক্রমণ হয়েছে সবার আগে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বড় বড় যুদ্ধে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে, যেন সে জাতির শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে না পারে।