১৯৭১ সালের ২৭ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে পায়ে হেঁটে তাজউদ্দীন আহমদের সঙ্গে আমার ভারতে প্রবেশ, এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সফল বৈঠক এবং ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার মাত্র ১৫ দিনের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন ও স্বাধীনতার অপরিহার্যতা বর্ণনা করে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন—এসব ঘটনা আমাকে আজও রোমাঞ্চিত করে।