খুলনা জেলার ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ অধিকারী। এখন তাঁর বয়স ৭৬। মুক্তিযুদ্ধের বহু বেদনাদায়ক স্মৃতি এখনো তাঁর চোখের সামনে ভেসে ওঠে। সেসব ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানান, ‘হঠাত্ আমাদের গ্রামে একদিন সন্ধ্যাবেলায় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাকাণ্ডে মেতে ওঠে। তখন আমরা কেবল মাঠের কাজ শেষ করে বাড়িতে পৌঁছাই। হঠাত্ গোলাগুলির শব্দে আমরা কিছু বুঝে উঠতে পারিনি। তখন অনেক লোক নিহত হলো এবং আহত হয় অনেকে।