একাত্তরের মুক্তিযুদ্ধে এক পরিবারের তিন সহোদরসহ মামাতো ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে একসাথে হত্যা করে গণকবর দেওয়া হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি নওদা (প্রয়াগপুর) গ্রামে একটি পরিবারে বর্বরোচিত এই হত্যাকাণ্ড শুধুজয়পুরহাট নয়, সারাদেশের আলোচিত গণহত্যাগুলোর মধ্যে অন্যতম। নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের বর্ণনা দেন তাঁদের স্বজনেরা।