লেখাপড়ার পাশাপাশি নাচ-গানেও আগ্রহ মণি-মুক্তার। উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশংসা পেয়েছে দুজনে। পাড়ার সবাই পছন্দ করে তাদের। দুই বোনের মধ্যে খুব মিল। দেখতেও এমন যেন আলাদা করে বলা যায় না কে মণি আর কে মুক্তা। উচ্চতায় মণি বড় বলেই চিনতে সমস্যা হয় না মা–বাবার।