করোনার দুঃসময় কাটিয়ে জীবনযাত্রায় স্বাভাবিক গতি–ছন্দ ফিরে আসছে। ঘরবন্দী অবস্থা থেকে বেরিয়ে এসে প্রয়োজনের তাগিদে কর্মময় হয়ে উঠেছেন মানুষজন। রাজধানীর শিল্প–সংস্কৃতির অঙ্গনেও স্পন্দন জেগেছে। বিশেষ করে শিল্পকলার প্রদর্শনী আলোচনার আয়োজন নিয়ে গ্যালারিগুলো কলারসিকদের স্বাগত জানাচ্ছে।