গাড়ির নাটবল্টুর আড়ালে ভায়াগ্রা এসেছে। আমদানিকারক গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়েছিলেন। এসব যন্ত্রাংশের ভেতরে লুকিয়ে আনা হলো ২২ কেজি ভায়াগ্রা। পণ্যটি সাধারণ প্রক্রিয়ায় আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণা দিয়ে ভায়াগ্রার চালান আটকের এমন ঘটনা যশোরের বেনাপোল কাস্টমসে ঘটেছে।