আজ থেকে ২০ বছর আগে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অজানা একটি উদ্ভিদের বীজ পাই। বীজটি নদীর জলে ভেসে এসে তীরে জমে গিয়েছিল। এটি ছিল খুবই হালকা। বীজটি সংগ্রহ করে বাসায় রেখে দিই। প্রায় এক বছর পরে একদিন দেখি, সে অঙ্কুরিত হয়েছে। তারপর তাকে টবে লাগাই এবং দ্রুতই সে বেড়ে ওঠে।