একাত্তরের মার্চে সংকট যখন বাড়ছে, পশ্চিম পাকিস্তান থেকে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে পিপলস পার্টি ছাড়া অন্যান্য দলের অনেকেই ঢাকা এসেছিলেন। শেখ মুজিবের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান ন্যাপের সভাপতি খান আবদুল ওয়ালি খান এবং পশ্চিম পাকিস্তান ন্যাপের সাধারণ সম্পাদক মীর গাউস বখশ বিজেঞ্জো ১৩ মার্চ ঢাকায় আসেন। ১৪ মার্চ তাঁরা শেখ মুজিবের সঙ্গে তাঁর ধানমন্ডির বাসায় দেখা করেন।