‘যাব না! যাব না!’ বলে চিৎকার করতে থাকে রায়িম। বাবা তাকে ক্রিকেট ক্লাবে ভর্তি করে দিতে চায়। সারা দিন ঘরে থাকতে থাকতে মিষ্টিকুমড়ার মতো মোটা হয়ে গেছে সে। কিন্তু রায়িম কিছুতেই রাজি নয়। কোনোভাবেই ক্রিকেট ক্লাবে ভর্তি হতে রাজি নয় সে। ক্রিকেট ক্লাবে যে অনেক কষ্ট করতে হয়, এটা জানে রায়িম।