গত ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকেই তাঁরা ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তাঁরা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান। চীনা সংবাদমাধ৵ম গ্লোবাল টাইমস জানায়, নভোচারীরা ৯০ দিনে মহাকাশে চালানো নানা পরীক্ষার তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছেন। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে মহাকাশে ঘণ্টাব্যাপী হেঁটেছেন তাঁরা।