বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন না যে করোনা মহামারির পর কর্মজীবীরা আবার পুরো সময় অফিস ব্যবস্থায় ফিরে আসবেন। বিবিসির একটি বিশেষ জরিপে এ ফলাফল দেখা গেছে। ১ হাজার ৬৮৪ জনের ওপর করা ওই জরিপের ৭০ শতাংশই মনে করেন, কোভিড–পূর্ববর্তী সময়ে কর্মীদের যে হার ছিল, সেই হারে অফিসে ফিরে আসবেন না।