ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে জার্মানির রাজধানী বার্লিন ইউরোপের এক গুরুত্বপূর্ণ শহর। কত বিখ্যাত কিছুই–না ছড়িয়ে–ছিটিয়ে আছে—শহরের অলিগলিতে আছে স্প্রিং নামের নদী, বার্লিন ক্যাথেড্রাল, পূর্ব ও পশ্চিম জার্মানিকে ভাগ করা ঐতিহাসিক বার্লিন দেয়াল, জার্মানির পার্লামেন্ট রাইখসটাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা মিউজিয়ামগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *