২০১৭ সালের ৪ অক্টোবর নাইজারে এক সন্ত্রাসী হামলায় চার মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনায় মৃত্যু হয় নাইজারের আরও চার সেনার। এর পর থেকেই সাহারাবিকে খুঁজছিল যুক্তরাষ্ট্র। তাঁর সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার। ২০২০ সালে ফ্রান্সের সহায়তাকর্মীদের হত্যার পেছনেও হাত ছিল এই আইএস নেতার।