আমায় যদি প্রশ্ন করো—
কবি,
তুমি কিসে বেশি শান্তি পাও?
আমি মৃদু হেসে বলি,
চিবুকে ছোঁয়ানো মায়ের আঁচল
আমার গাঁয়ের স্নিগ্ধ জল
ঘুগড়ার বিলের রক্তকমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *