ভরদুপুরে অথবা নিশিরাতে একা একা বাঁশি বাজাতে বারণ আছে। বকুল যার কাছ থেকে বাঁশি বাজানো শিখেছে, সেই ওস্তাদ তাকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু তিনি ব্যাপারটা পরিষ্কার করে বলেননি। তবে বকুল বহুজনের কাছ থেকে শুনেছে, নির্জন মধ্যদুপুরে অথবা নিশিরাতে বাঁশি বাজালে পরি নেমে আসতে পারে। সে পরি ভালো হতে পারে, আবার তার ক্ষতিও করতে পারে। বকুলও সে কথা আগে থেকেই জানত। তবু ক্লান্ত দুপুরে খুবই মন চাচ্ছে, তাই একমনে বাজিয়েই যাচ্ছে।