সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে গত বছরের এ সময়ের তুলনায় ইলিশের দাম ২১ দশমিক ৫৩ শতাংশ বেশি। গত বছর এ সময়ে কারওয়ান বাজারে ১ কেজির ওপরের মাছের খুচরা দাম ছিল ৯০০ টাকা, আর ১ কেজির নিচের ইলিশ বিক্রি হয়েছে ৬০০ টাকায়। এবার সেই দাম যথাক্রমে ১ হাজার ২০০ টাকা ও ৯০০ টাকা।