খাতাজুড়ে ফুটছে আসমানি ফুল, কলম লিখছে
সেই ঘ্রাণ
কিন্তু আঙুল অদৃশ্য,
এই মেঘহীন নিঝুম বৃষ্টিকে বলতে পারো কবির স্বাক্ষর;
আকাশ দেখি না কিন্তু দেখি দেবতাদের চোখের
খাতাজুড়ে ফুটছে আসমানি ফুল, কলম লিখছে
সেই ঘ্রাণ
কিন্তু আঙুল অদৃশ্য,
এই মেঘহীন নিঝুম বৃষ্টিকে বলতে পারো কবির স্বাক্ষর;
আকাশ দেখি না কিন্তু দেখি দেবতাদের চোখের