কান্দে আমার মা নামের একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলাম। দৈনিক অনুষ্ঠান। প্রামাণ্য। অতি স্বল্পদৈর্ঘ্যের অনুষ্ঠান।
এটিএন বাংলা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হতো। শুরুতে দিনে একবার, পরে দুবার করে। এখনো এটিএন বাংলা অনুষ্ঠানটি পুনঃপ্রচার করছে বলেই জানি। মুক্তিযুদ্ধের সময় যাঁদের স্বজন চিরদিনের মতো হারিয়ে গেছেন কিংবা মারা গেছেন, তাঁদের যুদ্ধস্মৃতি কান্দে আমার মা ধারণ করেছিল।