জাপান থেকে আসা দুই শিশুর মা এরিকো নাকানো ও বাবা ইমরান শরীফ দুজনেই তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে গিয়েছিলেন সকালে। এরপর শিশুসন্তানেরা সিআইডির তত্ত্বাবধানে, বাবা তাঁর নিজের গাড়িতে আর মা তাঁর মতো করে আদালতে পৌঁছান। দুই বোন হাত ধরে জড়সড় হয়ে ঢোকে এজলাসে।