গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনির বাসিন্দা জাহানারা বেগম তাঁর ১০ মাস বয়সী শিশু মোহাম্মদ আকাইদকে ঘরে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে দেখেন, ঘরে শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন পাহাড়তলী থানায় মামলা করেন।