যুদ্ধের বছর আমার এইখানে খানেরা অনেক নির্যাতন করিছে। একদিন চুকনগর বাজারে আইসে খানেরা বেশুমার লোক মারিল। বৃহস্পতিবার সেই ঘটনাটা ঘটিল। সেদিন কত তারিখ ছিল সেটা আমার মনে নাই। বাংলা জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ যেন! এইখানে সেই সময় বহু লোকজন বিভিন্ন জাগা থাকে আইছিল।