বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউর কাছ থেকে জিএসপি প্লাস–সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ এলডিসি হিসেবে ইইউ থেকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি বাজারসুবিধা পাচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলে বর্তমান জিএসপি আইন অনুযায়ী তিন বছর ‘ট্রানজিশন টাইম’ পাওয়ার কথা রয়েছে। ২০২৯ সালের পর ইইউতে বাংলাদেশের শুল্কমুক্ত বাজারসুবিধা অব্যাহত রাখতে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।