বুকের শূন্য জমিতে
ভালোবাসার চাষ করেছি
সুখ নামক ফসলের আশায়।
আবেগের বেড়াজালে
ঘিরে দিয়েছি চারপাশ, যেন
কষ্ট নামের বৃষ্টি ছুঁতে না পারে।
বুকের শূন্য জমিতে
ভালোবাসার চাষ করেছি
সুখ নামক ফসলের আশায়।
আবেগের বেড়াজালে
ঘিরে দিয়েছি চারপাশ, যেন
কষ্ট নামের বৃষ্টি ছুঁতে না পারে।