৯ এপ্রিল সকালে তাজউদ্দীন আমীর উল ইসলামকে সঙ্গে নিয়ে এক পুরোনো ডাকোটা প্লেনে করে প্রস্তাবিত মন্ত্রিসভার অবশিষ্ট সদস্যদের খুঁজতে বের হন। মালদহ, বালুরঘাট, শিলিগুড়ি, রূপসা (ধুবড়ীর কাছে) ও শিলচর হয়ে পথে ক্যাপ্টেন মনসুর আলী, আবদুল মান্নান ও সৈয়দ নজরুল ইসলামকে সঙ্গে করে তাজউদ্দীন আগরতলায় পৌঁছালেন ১১ এপ্রিল (একান্ত সাক্ষাৎকার, তাজউদ্দীন আহমদ, ও শরদিন্দু চট্টোপাধ্যায়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *