‘প্রিয় বোন, আমাদের স্বাধীনতাসংগ্রামে আপনার সুযোগ্য স্বামী আত্মোত্সর্গ করেছেন। আপনাকে আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার প্রাণঢালা সহানুভূতি। এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমিকের স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের কাছে এক হাজার টাকা পাঠানো হলো। আপনি ওই টাকা মহকুমা প্রশাসকের কাছ থেকে সংগ্রহ করুন। আমার প্রাণভরা ভালোবাসা ও শুভেচ্ছা নিন।’—শেখ মুজিব।