মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের স্বপক্ষে জনমত গড়ে তুলতে দেশে দেশে বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, অধিকার কর্মী এবং বিভিন্ন সংগঠন তত্পর হয়ে ওঠে। ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের পর ২২ এপ্রিল ভারতের গান্ধীবাদী নেতা জয়প্রকাশ নারায়ণ কলকাতায় এসে প্রবাসী সরকারের নেতাদের সঙ্গে দেখা করে জানান যে তিনি বাংলাদেশের সমর্থনে বিশ্বজনমত গড়ে তুলতে বিভিন্ন দেশ ভ্রমণ করবেন।