কচিখালী থেকে বিরল ও বিপন্ন সুন্দরী হাঁসের (মাস্কড ফিনফুট) ছবি তুলতে তুলতে কটকা বিট অফিসের সামনে আসতেই দুপুর হয়ে গেল। আসার পথে লঞ্চেই দুপুরের খাবার সেরে নিলাম। লঞ্চ কটকায় নোঙর করতেই গাউস মাঝির নৌকায় উঠে পড়লাম। জামতলী ঘাটে নেমে সোজা বাঘের বাড়ির পথে হাঁটা ধরলাম।