মায়ের কাছে ছোট আমি
তাই তো করে যতন
মা যে আমায় আদর করে
ডাকে মানিক রতন।
মায়ের কাছে গেলে আমি
নেয় যে বুকে টানি
গোসল করায় আঁচল দিয়ে
মুছে মাথার পানি।
মায়ের কাছে ছোট আমি
তাই তো করে যতন
মা যে আমায় আদর করে
ডাকে মানিক রতন।
মায়ের কাছে গেলে আমি
নেয় যে বুকে টানি
গোসল করায় আঁচল দিয়ে
মুছে মাথার পানি।