বাতাসে ঝাপট দিচ্ছে বাজ পাখি, তারই কাছে
শ্যামা পাখিটির নির্ভয় উড়াল।
দীর্ঘ সুনামির পর জলের করালদ্রংষ্টা দূরে গেলে
জেগে ওঠে মানবিক চর।
বাতাসে ঝাপট দিচ্ছে বাজ পাখি, তারই কাছে
শ্যামা পাখিটির নির্ভয় উড়াল।
দীর্ঘ সুনামির পর জলের করালদ্রংষ্টা দূরে গেলে
জেগে ওঠে মানবিক চর।