লাল রং যুদ্ধ আর বিপ্লবের প্রতীক, ভালোবাসারও প্রতীক। লাল বৈচিত্র্যপূর্ণ অর্থ তৈরি করে অন্য শব্দের সঙ্গে মিশেও। যেমন লাল বই। ব্রিটেনে লাল বই আদালতের নিয়মাবলির, অস্ট্রেলিয়ায় গাড়ির দামসংক্রান্ত, আবার চীনে ছোট লাল বই মানে চেয়ারম্যান মাও সে তুংয়ের বাণীসংকলন।