একাত্তরের এপ্রিল মাস। কালবৈশাখী হাওয়া। মাঝেমধ্যে ঝমঝমে বৃষ্টি। যুদ্ধ তখন পুরোদস্তুর। ২৮ এপ্রিল সকাল নয়টার দিকে দুই দিক দিয়ে ২৬ জন পাকিস্তানি সেনা আক্রমণ করে গোটা গ্রাম ঘিরে ফেলে। আগের রাতে ধুমছে বর্ষা নামায় মাটিতে কাদা কাদা ভাব। গ্রামটি যশোর সদর উপজেলার বাহাদুরপুর।