রৌদ্রছায়ার মনমাতানো লুকোচুরি খেলা
দূর নীলিমায় কে ভাসাল শুভ্র মেঘের ভেলা।
আমার সখার প্রিয় শরৎ কবিমনের সাথি
আয় না সখা শিউলিতলে সুখের মালা গাঁথি।
সাদা বকের হাতছানিতে মনটা কেমন করে
ইচ্ছে–ফড়িং দিচ্ছে উড়াল সবুজ গাঁয়ের তরে।
রৌদ্রছায়ার মনমাতানো লুকোচুরি খেলা
দূর নীলিমায় কে ভাসাল শুভ্র মেঘের ভেলা।
আমার সখার প্রিয় শরৎ কবিমনের সাথি
আয় না সখা শিউলিতলে সুখের মালা গাঁথি।
সাদা বকের হাতছানিতে মনটা কেমন করে
ইচ্ছে–ফড়িং দিচ্ছে উড়াল সবুজ গাঁয়ের তরে।