পুলিশের জিজ্ঞাসাবাদের সময় শিল্পা বলেছিলেন, ‘আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। আর তাই রাজকে কখনো প্রশ্ন করিনি ও কী কাজ করছে। রাজও কখনো ওর কাজের ব্যাপারে আমাকে কিছু জানাত না। তাই এ বিষয়ে আমি বিন্দুবিসর্গ জানি না।’শিল্পা তাঁর জবানবন্দিতে নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর অ্যাকাউন্ট–সংক্রান্ত সবকিছু জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *