কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের ৭০০ একর সংরক্ষিত বনভূমি প্রশাসন একাডেমির জন্য বরাদ্দে উদ্বেগ প্রকাশ করেছে দুটি সংগঠন। শনিবার পৃথক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠন দুটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্বদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাফসা)।