চট্রগ্নামে করোনা ভাইরাস

( প্রথম আলো ) চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩৬ শতাংশ।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৪ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৬৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৩৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২১৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই শহরের বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৬১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪২৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ২৬ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *