ভারত সফররত আরব স্কাউট দলের সভাপতি এবং মিসরের সাবেক উপমন্ত্রী আলী হাফিজ ২২ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলার বনগাঁর শরণার্থীশিবির পরিদর্শন করেন। এরপর কলকাতায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব বাংলার মানুষের ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, এমন মর্মস্পর্শী অভিজ্ঞতা অতীতে তাঁর কখনোই হয়নি। শরণার্থীদের যারা এ পরিস্থিতির মধ্যে টেনে এনেছে, তাদের মধ্যে মানবিকতার লেশমাত্র নেই।