গণিতে কিছু সমস্যা দেখলে প্রথমে মাথা ঘুরে যায়, মনে হয় সমাধান তো খুব জটিল। কিন্তু আসলে চালাকি করে জটিল প্রশ্ন দেওয়া হয়, যেন মাথা খাটিয়ে উত্তর বের করতে হয়। যেমন, এক নজর দেখেই চট করে বলুন তো, (৩)২ + ৫/৭ – ১৫/২১ = ? এর উত্তর চট করে বলা যায়, কারণ (১৫/২১) এই ভগ্নাংশটিকে ওপরে–নিচে কাটাকাটি করলে পাব (৫/৭)। সুতরাং প্রকৃত পক্ষে জটিল সমস্যাটির সমাধান হলো, (৩)২ + ৫/৭ – ১৫/২১ = ৯ + ৫/৭ – ৫/৭ = ৯