আমি শুধু একবার গিয়েছিলাম তোমাদের বাড়ি;
এরপর, স্বপ্ন-কল্পনার ঘোরে প্রত্যেহ প্রহরে যেতাম।
তোমাদের সেই সেমিপাকা ঘরটা
কখন যে রাজপ্রাসাদ হয়ে গেল ভাবতেই পারিনি।
আমি শুধু একবার গিয়েছিলাম তোমাদের বাড়ি;
এরপর, স্বপ্ন-কল্পনার ঘোরে প্রত্যেহ প্রহরে যেতাম।
তোমাদের সেই সেমিপাকা ঘরটা
কখন যে রাজপ্রাসাদ হয়ে গেল ভাবতেই পারিনি।